দীপ দেব: প্রতি বছরেরে ন্যায় এবছরও শিলচর ন্যাশনাল হাইওয়ে স্থিত শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমে ৭,৮,৯ ডিসেম্বর তথা বুধ-বৃহস্পতি ও শুক্রবার রাধারমণ গোস্বামীর ১০৮ তম আবির্ভাব উৎসব সাড়ম্ভড়ে পালন করা হয়েছে।৭ডিসেম্বর তথা বুধবার অধিবাস , স্নানাভিষেক,শ্রীশ্রী রাধারমণের প্রতিকৃতিতে উৎসব মন্ডপে আনয়ন ও স্থাপন ,উপসনা ও রাত্রি ৭টা ৩০ মিনিটে আবির্ভাব উৎসবের শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ও পরের দিন বৃহস্পতিবার গীতাযজ্ঞ, অঞ্জলি প্রদান, গুরু বন্দনা, শ্রীনাম কীর্তন, ভজন প্রভৃতি এবং ৯ ডিসেম্বর তথা শুক্রবার সকালে শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর প্রতিকৃতি সহ সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা, নন্দোৎসব, ভোগ নিবেদন, ভোগ আরতি, দীক্ষা দান সহ আরো সনাতন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাপন ঘটে।
শিলচর শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমের তিনদিন ব্যাপী ১০৮ তম জন্ম শুভ আবির্ভাব উৎসবে দুপুরে উপত্যকার থেকে আসা বিভিন্ন স্থানের প্রায় ৬ হাজার ধর্মপ্রান ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয় বলেন উক্ত সেবাশ্রমের দীনবন্ধু দাস বাবাজী।তিনি আরো বলেন,শিলচর আসামের জনবহুল শহরের অন্যতম।আসাম-বরাক ও শিলচরের মানুষের হৃদয়-মন্দিরে স্থান পেয়েছেন শ্রীশ্রী রাধারমণ গোস্বামী। তাঁর সুদীর্ঘ বছরের নীরব সাধনা ও আদর্শ জীপনযাপন বহু বৈষ্ণব ,সাধক ও ভক্তকে অনুপ্রাণিত করেছে।উপস্থিতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা কামনা করেন উপকৃত সেবাশ্রম পরিচালন সমিতির সভাপতি চিনু রায়,সম্পাদক কল্যাণ দেব,মিহির রঞ্জন পাল ,কল্যান দেব,পিন্টু দেব , গোপাল পুরকায়স্থ, শান্তনু পাল (রজত)প্রমুখেরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post