দেবশ্রী মুখার্জী : ‘যাত্রাপথ কালচারাল সোসাইটি’ সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের বিশেষ উদ্যোগে দুইদিন ব্যাপী ২৬ ও ২৭ শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো শ্রী শ্রী সারদা দেবীর জন্মতিথি পালন উৎসব। প্রথম দিন 50 জন পথশিশু ও দুস্ত ছাত্র-ছাত্রীদের খাদ্য ও পুস্তক বিতরণ করা হয়। দ্বিতীয় দিন প্রবীণ নাগরিকদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সংস্থার কর্ণধার বিশিষ্ট সেতার বাদক শ্রীযুক্ত অভিরুপ ঘোষ জানান ২০১৭ সাল থেকে এই সংস্থা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কাজ করে চলেছে। শাস্ত্রীয় সংগীত ,লোকায়ত শিল্প সংস্কৃতির এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই সংগঠন মানুষের পাশে থেকেছে। তিনি আরো জানান এই সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘গল্পের কলকাতা ‘ নামক একটি সাপ্তাহিক কলাম প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সেতার বাদিকা বিদুম্সিতা নাগ , বরুণ মহারাজ, দীপক বসুমল্লিক সহ অন্যান্যরা।
আরো পড়ুন বইমেলায় জাগো বাংলার স্টল না থাকায় বিতর্ক তুঙ্গে খড়দায়
আরো পড়ুন পানিহাটি গিরিবালা গঙ্গার ঘটে জুটমিল শ্রমিক খুনে যুবক ধৃত
Discussion about this post