দেবশ্রী মুখার্জী : প্রঃ সধারন খেটে খাওয়া মানুষ, যারা অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ভাবে পীড়িত হচ্ছে সমাজের আরেক শ্রেণীর মানুষের দ্বারা সে ক্ষেত্রে আইনের পথ কতটা প্রশস্থ সাধারন মানুষের জন্য?
উ: উজ্জ্বল চক্রবর্ত্তী : ভারতবর্ষের বিচার ব্যবস্থা মানুষ কেন্দ্রিক ৷ সাধারন মানুষ যখন অত্যাচারিত হয়, অপমানিত হয়, বা সর্বস্ব হারয় তখন ন্যায্য বিচারের দাবিতে কোর্টে আসে, কারন তারা পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখে ৷
প্রঃ দেবশ্রী মুখার্জী : আজকাল বধূনির্যাতনের কেস প্রায়সই হচ্ছে শোনা যায়, তা সে ক্ষেত্রে জনসাধারণ কে অবগত করতে কি পরামর্শ দেবেন?
উঃ উজ্জ্বল চক্রবর্ত্তী: বর্তমান সমাজে অনেক মহিলারাই বধূ নির্যাতন সংক্রান্ত মামলা নিয়ে কোর্টে আসছে ৷ এক্ষেত্রে বিচার্য বিষয় হল যারা সত্যিকারের অত্যাচারিতা তারা কতটা সুবিচার পাবে? যে সব মহিলারা এই (498A,406IPC ) ধারাটির অপব্যবহার করে নিজেদের আখের গোছায় ও শ্বশুড় বাড়ির লোকজন দের বিপদে ফেলার প্রচেষ্টা করে সেই বিষয়ে পুলিশি তদন্ত অনেকটাই গুরুত্ব রাখে ও সত্যিকারের নির্যাতিতারা অনেকাংশেই ন্যায্য বিচার পায় ৷
প্রঃ দেবশ্রী মুখার্জী : কোন গৃহবধূ যদি (498A) কেস করে শ্বশুড় বাড়ির বিরুদ্ধে পরবর্তী কালে তা কোর্টে মিথ্যা প্রমাণিত হলে আইনের রায় গৃহবধূর ক্ষেত্রে কি হতে পারে?
উঃ উজ্জ্বল চক্রবর্ত্তী: ভারতীয় দন্ডবিধিতে মিথ্যা মামলা করার দায়ে পুলিশ মামলা চালাতে পারে । যার বিরুদ্ধে মিথ্যা কেস হয়েছে সেই ব্যক্তি বা তার পরিবার ও আইনের পথে ন্যায় চাইতে পারে ৷
প্রঃ দেবশ্রী মুখার্জী : খোর পোস মামলায় প্রায়শই দেখা যায় স্বামীরা স্ত্রীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ করে ও অনেকক্ষেত্রে দ্বায়িত্ব এড়াতে চায় সেক্ষেত্রে আইনের পথে কি রায়?
উঃ উজ্জ্বল চক্রবর্ত্তী : দেখুন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহ যখন করা হয়েছে সেক্ষেত্রে সন্তান থাকলে তার ভরন- পোষনের দ্বায় নিতে হবে স্বামীকে আইনের মতে। অপরদিকে চাকুরী জীবী মহিলারা বা স্বনির্ভর মহিলারা খোরপোস দাবী করতে পারেন না ৷ কিন্তু না-বালক বা না – বালিকা সন্তান থাকলে তার ভরন পোষনের দ্বায়িত্ব থাকে স্বামীর ওপর৷ যদিও এই বিষয় মমলা দীর্ঘ মেয়াদী হয় ও এর রায় অনেকটাই মামলাকারী দের নিজ নিজ পরিস্থিতি ও কোর্টের নির্দেশের ওপর নির্ভরশীল৷
প্রঃ দেবশ্রী মুখার্জী :নারী সুরক্ষায় আইন কতটা কার্যকরী এই দেশে ?
উঃ উজ্জ্বল চক্রবর্ত্তী : প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভাওলেন্স অ্যাক্ট 2005 অনুযায়ী আইনের সুরক্ষা বলয়ে বহু নারী নিজেদের রক্ষা করতে পারে ৷ এছাড়াও নানা রকম সামাজিক সংগঠন থেকেও সাহায্য নিতে পারে ৷ প্রশাসন সর্বদাই তৎপর থাকে নারী সুরক্ষায় ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post