দেবশ্রী মুখার্জী : প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন ব্যানার্জী শাস্ত্রীয় সংগীতে এমন একটি নাম যার খ্যাতি গোটা বিশ্বে। ২১শে ফেব্রুয়ারি ১৯২৭ সালে তিনি প্রসিদ্ধ সংগীত পরিবারে প্রখ্যাত সঙ্গীতাচার্য সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। পিতার কাছ থেকেই শুরু হয় তার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ১৯৫০ সালে সেই সময় তিনি অল ইন্ডিয়া বেতার ও দূরদর্শনে উচ্চমানের একজন খ্যাতনামা ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলেন। সংগীতে বিষ্ণুপুরী ঘরানার অনুরাগী শিল্পী শুধু দেশেই নয় দেশের বাইরেও শাস্ত্রীয় সংগীত পৌঁছে দিয়ে ভারতীয় সংস্কৃতির প্রসার ঘটিয়েছেন।
তারই জীবন কাহিনী নিয়ে ৬ই এপ্রিল ২০২২ নন্দনে নন্দিনী চক্রবর্তী প্রযোজিত ও মৃন্ময় নন্দি পরিচালিত তথ্যচিত্র ‘চরৈবেতি’ শুভ মুক্তি পেল। ছবি দেখতে সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন ব্যানার্জি ছাড়াও পণ্ডিত অজয় চক্রবর্তী, সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য, পরিচালক গৌতম ঘোষ ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই মনে করেন এই ধরনের ছবি ভারতীয় সংস্কৃতি ও শাস্ত্রীয় সংগীতের মর্যাদা কে সংরক্ষিত করবে আগামী প্রজন্মের জন্য।
Discussion about this post