নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :দুর্গা পুজো উপলক্ষে চেক বিতরণ শুরু পুজো কমিটিগুলিকে। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষে চেক বিতরণ করল খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসন। জানা যায় ৫৮ টি ক্লাবের হাতে ৬০ হাজার টাকা মূল্যের চেক তুলে দেওয়া হয় উপস্থিত ক্লাব কর্তাদের হাতে।
সম্প্রতি দুর্গা পুজো উপলক্ষে অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ হাজারের বদলে ৬০ হাজার টাকা করে অনুদান পাচ্ছে ক্লাবগুলি। প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য বরাদ্দ ৬০ হাজার টাকা করে অনুদান। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের তরফে চেক বিতরণ করা হয়। খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়ার উপস্থিতিতে মোট ৫৮ টি ক্লাব কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় সহ আরও অন্যান্য অনেকে। খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়া জানান ৫৮ টি ক্লাবকে চেক বিতরণ করা হয় ।
এছাড়া বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। দর্শনার্থীরা কোন দিক থেকে আসবে কোন দিকে দিয়ে বের হবে, পার্কিং কোথায় হবে, অগ্নিনির্বাপণ ব্যাবস্থা কেমন তা খতিয়ে দেখা হবে ৷ এছাড়াও তিনি জানান, সেরা মণ্ডপ সজ্জা, সেরা প্রতিমা, সেরা সমাজ সচেতন মূলক বার্তা প্রদানকারী পুজো কমিটি এদের পুরস্কৃত করা হবে খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের তরফে।
বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, ক্লাবগুলোকে আর্থিক অনুদান প্রদান এটা মানবিকতার আরও একটা অন্যতম দিক। আগে দেওয়া হতো ৫০ হাজার করে আর্থিক অনুদান সেটা এইবছর বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তিনি আরও বলেন এই টাকা ক্লাব কর্তারা বিভিন্ন খাতে খরচা করবেন। তারমধ্যে বাল্য বিবাহ রোধের প্রচার, সেফ লাইফ সেভ ড্রাইভ এর প্রচার, বৃক্ষ রোপনের প্রচার ইত্যাদি যেগুলো প্রতিটা ক্লাব কতৃপক্ষ প্রচার করবে পুজো উপলক্ষে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post