নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ৬০ পেরিয়ে ৬১ বছরে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। রবিবার তাঁর জন্মদিনে দলীয় কর্মী ও অনুগামীদের শুভেচছা ও অভিনন্দন পেয়ে আপ্লুত সাংসদও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। জন্মদিনে সাংসদকে অভিনন্দন জ্ঞাপন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নেত্রীর শুভেচ্ছা প্রসঙ্গে সাংসদের প্রতিক্রিয়া, দিদির কাছ থেকে শুভেচ্ছা বার্তা একটা বাড়তি আনন্দ তো বটেই।
তবে নিন্দুকেরা যতই বলুক না কেন, জন্মদিনে শুভেচছা জানাতে এত মানুষের আগমন প্রমান করছে সাংসদের জনপ্রিয়তা এখনও অটুট। ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার বলেন, সাংসদের জনপ্রিয়তা আগের তুলনায় অনেকগুন বেড়েছে। তার প্রমান মিলেছে জননেতার জন্মদিনেই। তৃণমূল নেত্রী টুম্পা বিশ্বাস বলেন, শিল্পাঞ্চলের কর্মীদের আপদে বিপদে ভরসার একটাই নাম অর্জুন সিং। বছরের সারাটা সময় কাজের মাধ্যমে ওনি মানুষের সঙ্গে জনসংযোগ রাখেন। স্বভাবতই দিনকে দিনকে ওনার জনপ্রিয়তা বাড়ছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post