আমজাদ আলী, মালদা: নির্দল প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত চার। এই ঘটনার পর গোটা এলাকা থমথমে। কালিয়াচক, মানিকচকের পর এবার ইংলিশ বাজার ব্লক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রণক্ষেত্রে চেহারা নিল মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকা। নির্দল প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঘটনায় আহত উভয় পক্ষের চারজন। সোমবার গভীর রাত্রে এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে ইংলিশ বাজার থানার পুলিশ। জানা যায় সোমবার গভীর রাতে ভোট প্রচারকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় নির্দল কর্মী হাতেম তাই মিয়া, নৌজাহান মিয়া এবং কাসরুল মৌমিন আহত হয়।
অন্যদিকে তৃণমূলের এক কর্মী আজাহারুদ্দিন মৌমিন আহত হয়েছে। যদিও খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় সোমবার রাত্রে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থী আলাদা আলাদা ভাবে। ঠিক সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে মঙ্গলবার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থী ঔরঙ্গজেব হোসেন জানান, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। ওরা ভয় পেয়েছে তাই আমাদের প্রচার করতে বাধা দিচ্ছে আমাদের উপর হামলা চালাচ্ছে।
অন্যদিকে এই বিষয়ে নির্দল প্রার্থী মোকবেল মিয়া জানান, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে এত দুর্নীতি হয়েছে মানুষ তাদের পক্ষে নেই। তাই আমরা তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছি। দুর্নীতিগ্রস্তদের টিকেট দেওয়া হয়েছে। গতকাল রাত্রে আমরা প্রচার করছিলাম ঠিক সেই সময় আমাদের উপর হামলা চালায় শাসকদলের দুষ্কৃতীরা। যদিও এই বিষয়ে ব্লক তৃণমূল সহ সভাপতি আমিন মিঞা পাল্টা অভিযোগ করে বলেন কিছু জমি মাফিয়া এখানে ভোটে দাড়িয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করছে। রাস্তা দখল করে ভোট প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল প্রার্থীদের। এলাকায় জনসাধরণকে ধমকে চমকে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও আহত হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post