দেবা দাস : ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। কাজেই আগামী বছর স্পেশাল কিছু হতে চলেছে উত্সবে। আগামী বছর ১০ দিন ধরে চলবে দুর্গাপুজোর উত্সব। বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর আমেজ শহরে। এবার সেটা পুরোদমে শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত রাস্তায় ছুটে বেড়াবে নীল-সাদা রঙের দোতলা বাস
হেরিটেজ তকমা পাওয়ার পর বঙ্গবাসী যেন দুর্গাপুজোকে আরও বেশি করে উদযাপন করতে পারেন সেকারণে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর ১০ দিন ধরে চলবে দুর্গাপুজো। উত্সবের মেজাজ যেএকেবারেই আলাদা হতে চলেছে তার ইঙ্গিত দিয়ে ফেলেছেন তিনি। হয়তো এখন থেকেই ক্লাব গুলিকে প্রস্তুতি নিতে শুরু করতে বলবেন। যদিও দুর্গাপুজো শেষ হওয়ার পরেই পরের বছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দেয় ক্লাবগুলি। এবার সেটা আরও দ্বিগুণ মাত্রায় হবে বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন জানুয়ারির শুরুতেই রাজ্যে ফের শুরু হচ্ছে Duare Sarkar
কাজেই এবারের পুজো যে বিশেষ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। শুধু একটাই প্রার্থনা থাকবে যেন উত্সবের আনন্দে কাঁটা হয়ে না দাঁড়ায় করোনাসুর। তাহলেই ফের মাটি হয়ে যাবে পুজোর আনন্দ। এই বছর অবশ্য করোনা সুরকে উপেক্ষা করেই দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছিলেন আম জনতা। তুলে দেওয়া হয়েছিল নাউটকার্ফুও। রাতভর ঠাকুর দেখেছেন কলকাতা বাসী। একবছরের বকেয়া আনন্দ এবার প্রাণ ভরে উপভোট করে নিেয়ছেন সকলে। যদিও এবার পুজো কার্নিভাল হয়নি। তবে আগামী বছর পুজো কার্নিভালে এলাহি আয়োজন থাকবে বলে মনে করা হচ্ছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post