সুরভিতা রায়: কয়েক ঘণ্টার মধ্যেই রংবদল নিউটাউন পর্ন কাণ্ডের অভিযোগকারী যুবকের। লিখিত অভিযোগ করতে নারাজ তিনি। জোর করে পর্ন শুট করার কথা মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগ দায়েরই করলেন না তিনি। কিন্তু কেন এমন ভোলবদল, তা নিয়ে উঠছে প্রশ্ন। বেলঘরিয়া থানা এলাকার বাসিন্দা নাসিব আখতারের বিরুদ্ধে জোর করে পর্ন শুট করানোর অভিযোগ এনেছিলেন শোভাবাজারের দুই যুবক। বেলঘরিয়া থানায় অভিযোগও জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ঘটনাটি ঘটেছিল নিউটাউন এলাকায়। যা নিউটাউন থানা এলাকার মধ্যেই পড়ে।
আরো পড়ুন Online Drawing Competition 2022 : 24×7 NEWS BENGAL অনলাইন আঁকা প্রতিযোগিতা
তাই অভিযোগকারীদের নিউটাউন থানায় পাঠানো হয়েছিল তাঁকে। কোন হোটেলে পর্ন শুট করা হয়েছে, তা দেখিয়ে দিতে বলা হয় অভিযোগকারীকে। তিনি তা চিনিয়ে দেন। এর পরই লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বলে নিউটাউন থানার পুলিশ। সেখানেই বাধে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, লিখিতভাবে অভিযোগ দায়ের করতে চাননি অভিযোগকারী। তাঁকে ভাবনাচিন্তা করার জন্য ১ ঘণ্টা সময়ও দেওয়া হয়। কিন্তু তার পরেও অভিযোগ দায়ের করেননি ওই যুবক। যা দেখে পুলিশের প্রাথমিক ধারনা, ওই যুবকের সম্মতিতেই পর্নোগ্রাফি শুট করা হয়েছিল। তাই লিখিত অভিযোগ করে তদন্ত শুরু হলে তা সামনে চলে আসতে পারে। এই আশঙ্কায় অভিযোগ দায়ের করলেন না তিনি।
আরো পড়ুন টিটাগড়ে পার্ক উদ্বোধনে এসে হামলার শিকার আক্রান্ত বিধায়ক- পরিচালক রাজ চক্রবর্তী
তবে এ বিষয়ে অভিযোগকারীর তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অভিনয় আগ্রহী শোভাবাজারের বাসিন্দা ২ যুবকের সঙ্গে যোগাযোগ করে নাসিব আখতার নামে এক ব্যক্তি। ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাদের। বলা হয়, এদেশে নয়, বিদেশের জন্য ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। এখানকার কেউ তা দেখতে পাবেন না। নাসিব আখতারের প্রস্তাবে সাড়া দিয়ে ২ যুবক অভিনয় করতে রাজি হয়ে যান। অভিযোগ, তাঁদের দিয়ে জোর করে অশ্লীল ভিডিও শুট করানো হয়। তখনই তাঁরা আঁচ করতে পারেন যে পর্ন ভিডিওর জন্যই তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছে।
Discussion about this post