রাজীব মুখার্জী: মির ইন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত সেলিনা খাতুন প্রযোজিত “রং পেন্সিল” নামে সিনেমার পোস্টার লঞ্চ হয়ে গেল প্রেসক্লাবে। এই পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক সুনির্মল, কাহিনীকার হিমাংশু খাঁ, চিত্রনাট্য সংলাপ লেখক প্রসেন, চিত্রগ্রহণ অরিজিৎ চক্রবর্তী এবং আরো অনেকে। এই সিনেমার হিরো নবাগত মির ও নায়িকা নবাগতা মধুশ্রী। এছাড়া অভিনয় করেছেন বিপ্লব চট্টোপাধ্যায় সুদীপ মুখার্জি অরুণ ব্যানার্জি সঞ্জীব সরকার রাজু মজুমদার সান্তনা বসু মেঘনা হালদার ডলি আদক ও অন্যান্যরা।
এই কাহিনী সমাজের ঘটে চলা একটা আধুনিক গল্প, যার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলে, এখন প্রত্যেকটা মানুষ সম্পর্কের উপর বিশ্বাস করে, কিন্তু সেই সম্পর্ক কতটা যুক্তিযুক্ত ! সেটার উপর মানুষকে আমরা বিশ্বাস করি। এই রকমই আরেক সাধের গল্প ” রং পেন্সিল ” মানুষকে বিশ্বাস করাটা কি ভুল? নাকি সেই বিশ্বাসের সুযোগ নেওয়াটা ভুল? এই প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে দুটি চরিত্র আকাশ ও নীলা। মধ্যবিত্ত পরিবারের ছেলে আকাশ, মা, বাবা, দাদা, কাকিমা, ভাইপো ভাইজি নিয়ে গড়ে ওঠা এক সুখী পরিবার, বাবা অধীর বাবু ওকালতি করে অনেক কষ্টে সংসার চালায় এবং দুটি ছেলেকে পড়াশোনা করে মানুষের যতো মানুষ গড়ে তোলার চেষ্টা করছেন, কিন্ত বাবা ছোট ছেলে আকাশের থেকে বড় ছেলে অভিকে বেশি বিশ্বাস করেন, অপর দিকে নীলার পরিবার একদম অন্যরকম, নীলার পরিবারে নীলার সব থেকে কাছের মানুষ তার দাদু, দাদু মানে নীলার সমস্ত সমস্যার সমাধানের উপকরণ, বাবা ও মা একটু রাগী হলেও ঘিশুক প্রকৃতির। নীলার দাদুকে ঘিরেই সমস্ত জগৎ, আকাশ ও নীলা একসাথে একই কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী, দুজনেই অত্যন্ত মেধাবী, কলেজের সবার সাথেই সুসম্পর্ক বজায় রেখে চলে কিন্তু তাদের জীবনে দুজনের মধ্যে একটা ভালোলাগা সৃষ্টি হতে থাকে, আর এই ভালোলাগা ভালবাসায় রূপান্তর হয়, নীলাকে আকাশ ধীরে ধীরে ভালবাসতে থাকে, কিন্তু নীলার ঘনে আকাশের দাদা অভির প্রতি প্রেমের দানা জমতে থাকে।
অপর দিকে অভি মেঘনা নামে আরেকটি মেয়ের প্রেমে পাগল হয়ে ওঠে। এই চতুষ্কোণ প্রেমের কাহিনী নিয়েই আমাদের ছায়া ছবির কাহিনী। এর থেকে বুঝা যায় প্রত্যেকটা সম্পর্কের রং – আমরা যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে, কারণ আমাদের ভাবার চেয়ে সমাজ কি ভাবছে সেটা জানা বেশি জরুরী। আমরা যদি প্রত্যেকটা যানুষকে 100% ভালোবাসি, সেই মানুষটা কি আমাকে 100% ভালোবাসবে? এই রকম ভুল বোঝাবুঝির ঘধ্যে দিয়ে এই চলছে ” রং পেন্সিল * কাহিনীটি। একটা সময় যখন ভুল ভাঙ্গে তখন সময় অনেকটাই বয়ে যায়, তখন আর কিছু উপায় থাকে না, নীলার যখন নিজের ভুল বুঝতে পারে তখন আকাশ আর এই পৃথিবীতে নেই, একটাই বার্তা এই ছবি থেকে দিতে চাই ” রং পেন্সিল ” আঁকা সব ছবি শোভা পায় না, কিছু কিছু ছবি মানুষের মনের মনিকোঠায় থেকে যায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post