নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালেন অবিভাবকরা। ফিরিয়ে দেওয়া হয় সমস্ত পোশাক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের, ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৩৫ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। স্কুলে ছাত্র-ছাত্রীদের সরকারি পোশাক দেওয়ার কাজ শুরু হয়।
পোশাক হাতে পেতেই পোশাকের মান নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ফিরিয়ে দেওয়া হলো স্কুলের পক্ষ থেকে দেওয়া সরকারি পোশাক। উপস্থিত অভিভাবকদের অভিযোগ,যে পোশাক দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। গরমের সময় ওই পোশাক পরলে ছাত্র-ছাত্রীদের শারীরিক সমস্যা হতে পারে। নরম সুতির কাপড়ের পোশাক দেওয়ার দাবি জানান অভিভাবকরা।
জানা গেছে ভাতার ব্লক অফিস থেকে কাপড়গুলি কাটিং হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা সেলাই করে পোশাক তৈরি করে স্কুলে পৌঁছে দেওয়া হয়। এদিন পোশাকের গুণগত মান নিম্নমানের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post