নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায়। বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে নতুন থানার উদ্বোধনে এসে তৃণমূল সরকারের প্রশাসনকেই বিঁধলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তিনি বলেন, একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে। তবে আমি জানি না, সেটা সংবাদ মাধ্যমের জন্য কিনা।
আরো পড়ুন বাংলা নববর্ষ উপলক্ষে প্রান্তিক শিশুদের নতুনবস্ত্র উপহার শ্যামনগরের এক স্বেচ্ছাসেবী সংস্থার
কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। সৌগত রায়ের কথায়, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে একটাও যদি ঘটনা ঘটে, তা আমাদের পক্ষে খুব লজ্জার। নতুন থানা উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সৌগত রায় ছাড়াও হাজির ছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিধায়ক মদন মিত্র ও তাপস রায়, কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা।
Discussion about this post