নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- কলকাতা কার্পোরেশন নির্বাচনে ভোট লুঠ, রিগিং ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার বেলায় ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন কংগ্রেস নেতৃত্ব।
আরো পড়ুন ভোট লুঠ, সন্ত্রাস ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে বামেদের ধিক্কার মিছিল পানিহাটিতে
এদিন তারা ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে এসে চিড়িয়ামোড়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক শক্তি মৈত্র, উত্তর ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক বিপুল ঘোষাল ও বিপ্লব বিশ্বাস, জেলা সম্পাদক অচিন্ত্য পোদ্দার, মিডিয়া সেলের সৌরভ রায় ও টুলু চ্যাটার্জি প্রমুখ। কংগ্রেস নেতা অচিন্ত্য পোদ্দার বলেন,কলকাতা কার্পোরেশন নির্বাচনে শাসকদল ও পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান হয়। তারপর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
Discussion about this post