নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস। শনিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এদিন বেলায় উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সহ-সভাপতি পরেশনাথ সরকারের নেতৃত্বে নৈহাটি স্টেশনের সামনে বিক্ষোভ করা হয়। কংগ্রেস নেতা পরেশ নাথ সরকারের অভিযোগ, দেশের বিরোধী শক্তিকে হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। তবুও দেশে ২০২৪ সালে পরিবর্তন আসবে। এদিন বেলায় আতপুর-শ্যামনগর শহর কংগ্রেসের পক্ষ থেকে শ্যামনগর পুরানো পোষ্ট অফিস মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ১৫ মিনিট বিক্ষোভ চলার পর জগদ্দল থানার পুলিশ অবরোধ তুলে দেয়।
এদিনের অবরোধ কর্মসূচিতে হাজির ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষাল, জেলা সম্পাদক অচিন্ত্য পোদ্দার, ভাটপাড়ার কংগ্রেস প্রার্থী ধর্মেন্দ্র সাউ প্রমুখ। কংগ্রেস নেতা অচিন্ত্য পোদ্দার বলেন, রাহুল গান্ধীকে আঘাত করে দেশে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে। কিন্তু কেন্দ্রের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চলবে। অবিলম্বে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ প্রত্যাহার না করা হলে, তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা বিপুল ঘোষাল। এদিন সন্ধেতে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। উক্ত বিক্ষোভে হাজির ছিলেন কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচী, বর্ষীয়ান কংগ্রেস নেতা শক্তি মৈত্র, ব্যারাকপুর শহর কংগ্রেস সভাপতি শম্ভু দাস প্রমুখ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post