সুরভিতা রায় : করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালের টুইটে তিনি লিখেছেন ,” আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনের রয়েছি । গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে, নিজেদের আইসোলেট করুন, এবং করোনা পরীক্ষা করুন।”
আরো পড়ুন বোমাবাজির জেরে আতঙ্কিত পলতার কলেজ পাড়ার বাসিন্দারা
ডিসেম্বর শেষ থেকে করোনা র নতুন ভ্যারিয়েন্ট , ও মিক্রণ গ্রাস করতে শুরু করেছে। একের পর এক রাজ্যের মন্ত্রী, ডাক্তার, নার্সরা করোনা র কবলে পড়ছেন, দিল্লির মুখ্যমন্ত্রী র শরীরে মিলেছে সংক্রমণ। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন । যা রবিবারের তুলনায় ২৮ শতাংশ বেশি। করোনা র এই অত্যাধিক সংক্রমণ এর জেরে গত সপ্তাহ থেকেই দিল্লিতে স্কুল ,কলেজ ,বন্ধ করে দেওয়া হয়েছে। দোকান পাট ৫০ শতাংশ করে খুলছে , সংক্রমণ ঠেকাতে আরো কঠোর করা হয়েছে কোভিড বিধি।
Discussion about this post