নিজস্ব প্রতিবেদন: কোভিড (Covid-19) আক্রান্ত দেশের প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা (Shyam Thapa)। গত মঙ্গলবার রাতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও ময়দান কাঁপানো দেশের প্রাক্তন ফুটবলার এখন সুস্থ আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। শ্যাম থাপার শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না যদিও। তবে জানা গিয়েছে, খেতে কিছুদিন ধরেই সমস্যা হওয়ায় শ্যাম থাপা করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল (East Bengal)-মোহনবাগানে (Mohun Bagan) খেলে প্রাক্তন কিংবদন্তি স্ট্রাইকার। এখন স্বাভাবিক খাওয়াদাওয়াই করছেন শ্যাম থাপা। সে অর্থে কোনও সমস্যা নেই তাঁর।
নিজে করোনা আক্রান্ত হওয়ায় সকলকে সাবধানে থাকারই বার্তা দিয়েছেন ৭৩ বছরের ফুটবলার। কোভিড বিধি মেনে মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা ও সামাজিক দূরত্ব মেনে চলার আর্জি জানিয়েছেন তিনি। শ্যাম থাপার দ্রুত আরোগ্য কামনায় ফুটবলমহল। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। হুহ করে বাড়ছে সংক্রমণ। মানুষের মধ্যে করোনা নিয়ে একটা গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। এই অসতর্কতার কারণেই করোনার সংক্রমণ বেড়েই চলেছে। করোনার মধ্যেই বাংলায় চলছে নির্বাচন ও নির্বাচনী প্রচার। সব মিলিয়ে এই রাজ্যের চিত্রটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ২০০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্য়ু হয়েছে ৭ জনের। মোট আক্রান্তের সংখ্য ২০৫৮ জন। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৫৮২ জন। দুই ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ৪৭২ জন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post