সুরশ্রী রায় চৌধুরী: পঞ্চায়েত নির্বাচনের আগে সি পি এমের মাস্টার স্ট্রোক, সরকার বা শাসকদলের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলেই তৎক্ষণাৎ রাস্তায় নেমে পড়তে হবে। বিরাট জমায়েতের অপেক্ষা না করে ছোট ছোট দলেই নামতে হবে। মিটিং, মিছিল থেকে শুরু করে রাস্তা অবরোধ সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে কর্মীদের। তার জন্য কিছু নেতা কর্মী সমর্থকদের প্রস্তুত রাখা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বাহিনীকেই দেখা যাবে কেন্দ্র বা রাজ্যের পাশাপাশি গ্রামের কোনও সমস্যা নিয়েও পথে নামতে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে কয়েকটি কর্মসূচিতে সাফল্য পেয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।
সিপিআইএমের রাজ্য কমিটির এক নেতা জানিয়েছেন, “পঞ্চায়েত নির্বাচনের আগেই অন্য মেজাজে দলকে দেখা যাবে। দলে তরুণদের নেতৃত্বে আনা হয়েছে। সেই নেতৃত্ব গতিতে বিশ্বাস রাখে। সেই ভাবেই কর্মসূচি সাজানো হচ্ছে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজে সারা রাজ্য ছুটে বেড়াচ্ছেন। বাকি নেতারাও দৌড়চ্ছে। বিভিন্ন কর্মসূচিতে ছাত্রযুবদের মেজাজটাও দেখা যাচ্ছে। শাসকদলকে মানুষ আর ভয় পায় না। দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে তাঁদের সামনেই সরব হচ্ছে মানুষ। তাই এই সুযোগটাকেও কাজে লাগাতে হবে। যে কর্মীরা ভয় দেখানো হয়েছিল, তাঁদের অনেকেই বসে গিয়েছিল। আবার তাঁরা নতুন উদ্যমে কাজ করা শুরু করে দিয়েছে। তাই সবদিক থেকেই পরিস্থিতি বদলেছে। তাই গতবারের মতো এ বারের নির্বাচনে শাসকদল ফাঁকা মাঠে গোল দেবে মনে করলে মস্ত বড় ভুল করবে। আটঘাট বেধেই মাঠে নামবে দল।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post