নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আসন্ন পুরসভা নির্বাচনে নিরপেক্ষ ও পক্ষপাতহীন ভূমিকা পালনের দাবিতে নোয়াপাড়া থানায় স্মারকলিপি জমা দিল সিপিআইএম। শনিবার নোয়াপাড়া থানার সামনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিছুক্ষন বিক্ষোভ দেখায় সিপিআইএম। তারপর তারা নোয়াপাড়া থানায় স্মারকলিপি জমা দেয়।
বিক্ষোভে সামিল হয়ে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, ২০১৫ সালের পুর নির্নাচনে উত্তর ব্যারাকপুর ও গারুলিয়ায় ভোট লুঠ হয়েছিল। এবারে প্রত্যেক মানুষ যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তার ব্যবস্থা পুলিশকে করতে হবে। গার্গীর হুঁশিয়ারি, ভোটের দিন পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে, তারা নোয়াপাড়া থানা ঘেরাও করে বসে থাকবেন।
আরো পড়ুন বাংলা সিনেমা ‘ফিরে দেখা’ ১০০দিন সম্পন্ন উদযাপিত হলো দুস্থ মানুষের পাশে থেকে
Discussion about this post