নিজস্ব প্রতিনিধি: ক্রিয়েটিভ আর্টিস্ট বা ক্রিয়েটিভ কাজ সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি বুঝি বা আবার অনেকেই জানিনা আসলেই ক্রিয়েটিভ কাজ কাকে বলে অনেকের কাছেই অজানা। আজকাল তো সোশ্যাল মিডিয়ায় খুললেই কত কিছু আমাদের চোখে পড়ে কোন ভিডিও বা কোন কন্টেন্ট কোনো ছবি যে কোন কিছু ভাইরাল হলেই, “ট্রেন্ডিং “এই কথাটাও আমরা বলে থাকি। কিন্তু এই ট্রেন্ডিং ভাইরাল কনটেন্ট বানালো যে বা যার আবিষ্কার এই নতুন ভাবনা আসলেই সে হলো ক্রিয়েটিভ আর্টিস্ট বা সেই কাজটাকেই ক্রিয়েটিভ কাজ বলা হয়। এককথায় নতুন কিছুর আবিষ্কার নতুন অন্যরকম ভাবনা তুলে ধরা যেই কাজ আগে কেউ করেনি বা ভাবেনি তাকেই বলে ক্রিয়েটিভ আর্টিস্ট।
আজকে এমনই একজন ক্রিয়েটিভ আর্টিস্ট এর সাথে আমরা কথা বলেছি, জেনেছি তার জীবনের ভালো- খারাপ মুহূর্তগুলো ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) যে কিনা একাধারে প্যাশন প্রফেশনকে নিজের ক্রিয়েটিভিটি নিয়েই তৈরি করেছে। ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) যাকে আমি তিথি নামেই চিনি এক কথায় বললে চলে ‘ছোটা প্যাকেট বড় ধামাকা’ যাকে দেখলে মনেই হবে না যে সে এত ভালো ভালো কাজ করে চলেছে এখনো পর্যন্ত। ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) যে নিজের ভালোবাসার জায়গায় এই আর্ট আর পরিবারের প্রতি একটা শ্রদ্ধা নিয়ে চলেছে সবসময়। 24×7 নিউজ বেঙ্গলের বাংলার গল্প অ্যাওয়ার্ড এর মঞ্চে গত ১২ ই আগস্ট ২০২৩ যে সেরা ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে সম্মান পেয়েছেন তিনিই ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) ।
24×7 নিউজ বেঙ্গলের বাংলার গর্ব অ্যাওয়ার্ড এর সকল সদস্যরা ইন্দ্রানী তিথি চৌধুরীকে (Creative Artist Indrani Tithi Chowdhury) জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং ইন্দ্রানী তিথি চৌধুরীর (Creative Artist Indrani Tithi Chowdhury) সাথে একটি সাক্ষাৎকারে তাকে আমরা কয়েকটি প্রশ্ন করেছি যে প্রশ্নের উত্তরে কি বলেছেন ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) আসুন জেনে নিই।
১. কেমন আছেন?
উ:- ঈশ্বরের কৃপায় আমি সবসময় ভালো থাকি,আশা করি আপনারাও ভালো আছেন✨
২. আপনার এই যে কাজ সেটা নিয়ে কিছু বলুন।
উ :- আমার কাজ আমার কাছে সাধনা,প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে চলেছি নিজের কাজকে আগের থেকে উন্নত করার।এখনও অনেক অনেক শেখা বাকি।
৩. আপনার এই হঠাৎ করে ক্রিয়েটিভ আর্টিস্ট হওয়ার ইচ্ছা জাগলো কেন বা কিভাবে আসা এই প্রফেশনে এবং কেনই বা এলেন এই পেশাতে সেটা যদি বলেন?
উ:- হঠাৎ করে নয় আসলে ছোটো থেকে অনেকে ডাক্তার,ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। আমি কিন্তু বরাবরই ছবি আঁকতে চেয়েছিলাম,ঈশ্বরের কৃপায় সেটাই করছি খাতার পাতায় হোক অথবা কম্পিউটারে অথবা সিনেমার পোস্টারে.. আমার “passion” আর “profession” একসাথে মিলেমিশে রয়েছে।
৪. কত বছর হল আপনার এই প্রফেশনে?
উ :– যদি পেশার কথা বলি তাহলে প্রায় ৫বছর আর যদি ছবি আঁকার বা সাধনার কথা বলি তাহলে ২৩বছর।
৫. আপনার বড় হয়ে ওঠা পড়াশোনা নিয়ে কিছু বলুন।
উ:- আমি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে আমার খুব ভালো লাগে,আমি বারাসাত গার্লস হাইস্কুলে স্কুলিং শেষ করি তারপর Arena Animation Barasat থেকে Graphic Designing নিয়ে পড়াশুনো করি।
৬. ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
উ:- মন দিয়ে নিজের কাজ করে যেতে চাই,নিয়মিত চেষ্টা করে যেতে চাই, সবসময় সৎ পথে থাকতে চাই কোন পরিস্থিতিই যেন কোনোদিন আমায় অসৎ করতে না পারে। ব্যাস এটুকুই বাকিটা তো গুরুদেবের হাতে,আমি আমার কর্ম করে যাবো বাকিটা উনি বুঝে নেবেন।
৭. কিছুদিন আগেই আপনি বেস্ট ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলার গর্ব অ্যাওয়ার্ড তো সেটা নিয়ে কি প্রতিক্রিয়া আপনার?
উ:- হ্যাঁ, আমি জনিনা এই সম্মানের আমি কতটুকু যোগ্য তবে পৃথা দি, জয় দা এবং 24X7 News Bengal কে অনেক ধন্যবাদ আমার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য । সেইদিন আমার মা মেজমা উপস্থিত ছিলেন সেখানে ওনাদের চোখে যে আনন্দ আমি দেখেছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। আর সবচেয়ে আনন্দের ছিলো আমার ছোটো বোন আর দিদি সেদিন বলেছিলো “তোকে নিয়ে আমি গর্ববোধ করি” এই কথাটা আমার কাছে ঠিক কতটা মূল্যবান তা আমি বলে বোঝাতে পারবোনা! আমি সর্বদা এই সম্মানের যথাযথ মর্যাদা রাখার চেষ্টা করবো।
৮. আপনার আর কি কি শখ আছে আপনার পেশা ছাড়া?
উ:- আমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগে, গান শুনতে ও গান করতে আমার ভালো লাগে এছাড়াও শখ বলতে গেলে কাগজ দিয়ে বিভিন্ন রকম মূর্তি বানানো আমার অসম্ভব প্রিয় একটি কাজ,পরিবারের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে।
৯. আপনার পরিবারে কে কে আছেন?
উ:- আমার কাছে পরিবার বলতে অনেকগুলো “প্রাণ”,আমার কাছে পরিবার মানে আমার মেয়ে, আমার চারপেয়ে “ঘণ্টু”❤ আমার বড় জেঠু, আমার মেজো জেঠু, আমার মা, আমার মেজোমা, আমার বোন, দাদা-বৌদি, মামা-মামিরা, মাসি, দিদি..আমার বন্ধুরা.. আরো অনেকে.. সবার নাম তো এক এক করে লেখা সম্ভব নয়! আমার পরিবার অনেক বড় এরা প্রত্যেকে আমার বেঁচে থাকার ভরসা। আর একজনের কথা বারবার বলতে চাই আমার “অদিতি দিদি” আমার পথপ্রদর্শক, যার গান আর অসীম স্নেহ আমায় ভালো রাখে।
১০. পরিবারের থেকে কতটা সাপোর্ট পান?
উ:- আমার পরিবার আমায় সবসময় সাপোর্ট করে এসেছে ছোট্ট থেকে। আমার বাবা খুব সুন্দর ছবি আঁকে আমার এই গুণ হয়তো বাবার থেকেই পাওয়া, আমি আমার পরিবারের কাছে চিরকৃতজ্ঞ সবসময় সর্বক্ষেত্রে আমার পাশে থাকার জন্য।
১১. প্রত্যেকেরই তো জীবনের একজন ইনস্পিরেশন বা অনুপ্রেরণা থাকে আপনার জীবনের ইনস্পিরেশনকে তাকে নিয়ে কিছু বলুন?
উ:- হ্যাঁ আমার জীবনেও Inspiration আছেন, আর আমার জীবনের Inspiration আমার “অদিতি দিদি”! যার গান আমায় ভালো রাখে যাকে দেখে প্রতিনিয়ত অনেক কিছু শিখি, দিদির মতো একজন সত্যিকারের ভালোমানুষ আমি খুব কম দেখেছি (দেখিইনি বলতে গেলে)! উনি আমার আদর্শ। জীবনে এক সময় আমি যখন ছবি আঁকবার ইচ্ছেটুকুও হারিয়ে ফেলেছিলাম দিদি নিজের অজান্তেই আমায় ছবি আঁকার জন্য উৎসাহ দিয়ে গেছেন সবসময়, এখনো যে কোনো মন খারাপে দিদির গান ওষুধের মতো কাজ করে.. কানে হেডফোন দিয়ে দিদির গান শুনতে থাকি, সব মন খারাপ কোথায় যেনো মিলিয়ে যায়। জানিনা গতজন্মে কতটা ভালো কাজ করেছিলাম যার কারনে দিদির সান্নিধ্যলাভ করতে পেরেছি, ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ।🙏🏻
১২. আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলুন।
উ:- আমার আঁকা এবং আমাকে অনেকে ভালোবাসেন কিছুদিন আগে “Prerna Sutradhr & Swati Majumder” নামের দুজন আমার ছবি এঁকেছিলেন, জীবনে এই ভালোবাসা গুলো সত্যিই অমূল্য❤। এছারাও অনেকেই আমার কাজকে ভালোবাসেন আমায় ভালোবাসেন! আমি সকলের কাছে কৃতজ্ঞ আমায় এতটা ভালোবাসা দেওয়ার জন্য। একটা কথা সবাইকে বলতে চাই “If you see someone without a Smile, Give them one of Yours” আনন্দ ছড়িয়ে দিন এখন চারিদিকে ভীষণ negativity। নিজে positive থাকুন সকলকে positive থাকার অনুপ্রেরণা দিন। নিজের কর্ম করে যান। ঈশ্বরে বিশ্বাস রাখুন। 🙏🏻❤
ধন্যবাদ। 24×7 news bengal – এর তরফ থেকে ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) – কে আমরা আবারো অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এটাই কামনা করি ইন্দ্রানী তিথি চৌধুরী (Creative Artist Indrani Tithi Chowdhury) যেন তার এই পেশায় আরো এগিয়ে যান।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post