সুরশ্রী রায় চৌধুরী : রাজ্যের ভাঁড়ারে ভয়াবহ ঘাটতি। বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দিতে অর্থ জোগানে ঘাটতি। ওষুধ থেকে সরঞ্জাম, হিমশিম খাচ্ছে রাজ্য। একাধিক সরকারি হাসপাতালে মেডিসিন তহবিলে তলানিতে। পরিষেবা পেতে নাকাল রোগীরা। হাসপাতালে অর্থসঙ্কট, মানছেন খোদ স্বাস্থ্য অধিকর্তাও।
আরো পড়ুন Online Drawing Competition 2022 : 24×7 NEWS BENGAL অনলাইন আঁকা প্রতিযোগিতা
Discussion about this post