নিউজ ডেস্ক: মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন এর যৌথ উদ্যোগে সম্প্রতি ফনি ভূষণ বিদ্যা বিনোদ যাত্রা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল মহান সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্যাকসোফোন বাদক মাইকেল ব্যানার্জি, ভাস্কর দেবাশিস মৌলিক চৌধুরী , অভিনেতা জয় ভট্টাচার্য , লেখক অনির্বাণ মিত্র , গায়ক অভিষেক কুমার মিত্র , ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়,আন্তর্জাতিক নৃত্য শিল্পী মেঘমিতা মিত্র প্রমুখ। মেঘমিতা মিত্র একজন সফল ও প্রতিষ্ঠিত কত্থক শিল্পী। দেশে বিদেশে প্রচুর সম্মান পেয়েছেন। তাঁরই সংস্থা মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন দীর্ঘ বছর ধরে প্রচুর উদীয়মান নৃত্য শিল্পীর জন্ম দিয়েছে।
এইবার তারা অভিনেতা জয় ভট্টাচার্যের এন জি ও র সাথে যুক্ত হয়ে পাড়াতে পাড়াতে নাচের পরিবেশ সৃষ্টি করতে চলেছে। অনুষ্ঠান জমে যায় মেঘমিতার নাচ আর মাইকেল দার বাজনা তে। লেখক অনির্বাণ মিত্র পরিবেশন করেন কিশোর কুমারের গান। অনুষ্ঠান শেষে মেঘমিতার বক্তব্য তাঁর সব কিছুর পিছনে মা আর বাবার ভূমিকা সর্বাধিক।সব মিলিয়ে বলা যেতেই পারে দর্শকরা এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার পেয়েছেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post