নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: শুরু হল প্রধানমন্ত্রী আবাস যোজনার ইনকোয়ারি বা তথ্য সংগ্রহের কাজ। আজ এই বিষয়ে আশাকর্মীদের ও অঙ্গনওয়ারী কর্মীদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সগরাই সম্প্রীতি হলে। প্রশিক্ষণ শিবির উপলক্ষে হাজির ছিলেন, খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, যুগ্ম সমষ্টি আধিকারিক সন্দীপ সিংহ রায়, সি ডি পি ও লালেস শর্মা, ব্লক কৃষি আধিকারিক অসীম ঘোষ সহ অন্যান্য অনেকে।
জানা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় নয় হাজারেরও বেশি পরিবারের নাম আছে খণ্ডঘোষ ব্লকে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার জানিয়েছেন, প্রকৃত প্রাপ্যদার যাতে এই সুবিধা পান সেই দিক লক্ষ্য রাখতেই শনিবার থেকে খণ্ডঘোষ ব্লক জুড়ে শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে আশা এবং অঙ্গনওয়ারী কর্মীরা”। আজ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার নিজে বেশ কিছু বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।