সংবাদদাতা বসিরহাট : পৈত্রিক জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল ভাইপোদের সঙ্গে। জমি সংক্রান্ত গন্ডগোল নিয়ে রবিবারও অশান্তিতে ছড়ায় দুইপক্ষ। এরপর সোমবার ভোরে মর্নিং ওয়াক করতে বেরিয়ে, যে জমিকে কেন্দ্র করে বিবাদ ভগিরথ সরদার কে সেই জমিতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান গ্রামবাসীরা।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
অভিযোগ সোমবার ভরে জমিতে গেলে তার উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ভাইপো রামপ্রসাদ সরদার, দেবপ্রসাদ সর্দাররা। দা, লোহার শাবল, এই জাতীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে পরিবারের পক্ষ থেকে। স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে ভাসুরের ছেলে দের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভগিরথ সর্দারের স্ত্রী রীতা সরদার।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে আটক করে হাসনাবাদ থানার পুলিশ। প্রাথমিকভাবে জমিসংক্রান্ত গন্ডগোলের জেরে মারামারিতে মৃত্যু হয়েছে বলে আশংকা করে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে।
Discussion about this post