সুরশ্রী রায় চৌধুরী : শিক্ষায় দূর্ণীতির প্রতিবাদে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘেরাওয়ের ডাক দেয় জেলা বিজেপি। তাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু এসএসসি বা টেট নয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়োগেও দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। তারপর গেট আটকে অবস্থানে বসে তারা। এরপর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে ভেতরে যেতে চাইলে গেট আটকায় পুলিশ। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী, সমর্থকেরা। বেশ কিছুক্ষণ চলে গেট ধরে টানাটানি। তারপর গেট ভেঙে ঢুকে পড়ে গেরুয়া সমর্থকেরা। এদিনের আন্দোলনের নেতৃত্ব দেন জেলা বিজেপি সভাপতি আনন্দ বির্মন, যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ দাস।
এই আন্দোলনের নিন্দা করেছে তৃণমূল। তৃণমূল নেতা মিঠুন বৈশ্য গেট ভাঙার আন্দোলনকে হিংস্র বলে কটাক্ষ করেছেন। আনন্দ বর্মনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ জুড়েই দূর্ণীতি। মেধার ভিত্তিতে কোনও নিয়োগ হয়নি। স্থানীয়রা চাকরী পাননি। উলটে তৃণমূলের ঘনিষ্ঠরা কলকাতা থেকে এসে এখানে চাকরি পেয়েছেন। উপাচার্য নিয়োগেও দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। এসএসসি-র মতো এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতির ইডি তদন্ত দাবি করেছেন তিনি। সেইসঙ্গে এই বিশ্ববিদ্যালয় থেকেই ডক্টরেট হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে তারও তদন্ত দাবি করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কলকাতার পর উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ।
Discussion about this post