আমজাদ আলী,মালদা: বোনের শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফেরার পথে বাইকের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু দাদার। আর সেই মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের লোক তথা এলাকাবাসীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম আশুতোষ দাস। বাড়ি মহেন্দ্রপুর গ্রামে। সোমবার রাত ৯ টা নাগাদ সে শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফিরছিল। ভালুকাগামী রাজ্য সড়কে অপর দিক থেকে একটি বাইক সজরে এসে তাকে ধাক্কা মারে। ধৃত বাইক আরোহীর নাম শামীম আক্তার ওরফে রিক্কি(১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সিমলা গ্রামে। মৃত ব্যক্তির পরিবারের লোকের অভিযোগ পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে। ঘাতক বাইকের আরোহীকে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ পরিবারের লোক তথা এলাকাবাসীর। মঙ্গলবার বিকেলে মহেন্দ্রপুর বাসস্ট্যান্ডে হয় এই বিক্ষোভ। যা নিয়ে উত্তাল হয়ে পড়ে এলাকা।
পরিবারের লোকেদের অভিযোগ ওই বাইক আরোহীকে পুলিশ ঘটনাস্থল থেকে হেফাজতে নিয়েছিল। কিন্তু তারপর হেফাজত থেকে ছেড়ে দিয়েছে। নির্দিষ্ট কারো নাম দিয়ে অভিযোগ নিতে চাইছে না পুলিশ। তাদের দাবি সঠিক তদন্ত করে অভিযুক্ত কে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে জানা গেছে, ঘাতক বাইকের আরোহী হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ কালুর ছেলে। তারপরে প্রশ্ন উঠেছে তবে প্রভাবশালী হওয়ার ফলেই কি পুলিশ পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছে গ্রেফতারের দাবিতে। সমগ্র ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। পাল্টা সাফাই তৃণমূলের।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post