তনুময় দেবনাথ : রাজ্য জুড়ে চলা ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি।সেই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় গোটা কোচবিহার জেলার পাশাপাশি দিনহাটা পাঁচমাথার মোড়েও প্রতীকি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো দিনহাটা এস এফ আই ও ডি ওয়াই এফ আই।
আরো পড়ুন জগদ্দলের মেঘনা মোড়ে বোমা- আগ্নেয়াস্ত্র উদ্ধারের তদন্তে এন আই এ-র টিম
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, লোকাল কমিটি সভাপতি উজ্জ্বল গুহ, সহ সম্পাদক সোহম চক্রবর্তী ও SFI জেলা সম্পাদকমন্ডলীর সদস্য টুটুল সরকার, দিনহাটা আঞ্চলিক কমিটির সভাপতি সৌভিক দে, সহ সভাপতি সৌরভ সরকার ও অন্যান্যরা।
Discussion about this post