নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর :– রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষজন। অভিযোগ, পানীয় জলপ্রকল্পের জন্য পানিহাটি পুরসভার ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলের শহীদ স্বপন সিংহ রায় সরণির বেহাল দশায় পরিণত।
আরো পড়ুন লাইমলাইট ভবনে কলকাতা পুলিশের আলোকচিত্র প্রদর্শনী
ঠিকাদারদের গড়িমসির কারনে রাস্তা সংস্কারের কাজ একচুলও এগোয়নি। প্রায় দু’বছর ধরে ভোগান্তির শিকার স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, আগরপাড়া ঊষূমপুর বটতলা-সহ পানিহাটির বিস্তীর্ণ পুর অঞ্চলের সঙ্গে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে যোগাযোগের একমাত্র সড়ক মাধ্যম এই রোড।
আরো পড়ুন ক্যালকাটা জার্নালিসট ক্লাবের ৪৩ তম বার্ষিক অনুষ্ঠান
অভিযোগ, রাস্তার বেহাল দশার কারনে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই ক্ষোভে এদিন সকালে প্রায় দুই ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধ তুলতে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বেঁধে যায়। শেষমেশ রাস্তা সংস্কারের ক্ষেত্রে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Discussion about this post