তনুময় দেবনাথ : আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা শহর ইউনিটের পক্ষ থেকে দিনহাটা শহরের যানজট সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন বিষয় নিয়ে দিনহাটা ট্রাফিক ইনচার্জকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দিনহাটা শহরের যানজটের সমস্যা দীর্ঘদিনের সেই সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে অনিয়ন্ত্রিত টোটো চলাচলের ফলে।
আরো পড়ুন রামপুরহাট কাণ্ডের তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই
তারা বলেন দিনহাটা স্টেশন চৌপথি, মহামায়াপাঠ চৌপথি, ঝুরিপাড়া গোসানীরোড চৌপথিতে টোটো চলাচলের ফলে সবসময় যানজট লেগেই থাকে, সেখানে যানজট নিয়ন্ত্রণের জন্যে ট্রাফিক পুলিশ বা সিভিক ভলান্টিয়ার দের সবসময় উপযুক্ত ভূমিকা নিতে দেখা যায়না। এছাড়াও শহরের রাস্তায় যেখানে সেখানে টোটো পার্কিং এর জন্যে যানজট বৃদ্ধি পাচ্ছে।এছাড়াও কিছু টোটোচালক ট্রাফিক আইন ভঙ্গ করে রাস্তায় চলাচল করছে। এইসব সমস্যাগুলি সমাধানের জন্যে ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্যে শহরের রাস্তায় সিসিটিভি মনিটরিং সেল তৈরি করে নজরদারি চালানোর জন্যে ও সংগঠনের পক্ষ থেকে ট্রাফিক ইনচার্জ এর কাছে আবেদন জানানো হয়।
আরো পড়ুন West Bengal Government: কেন্দ্রের পুরস্কার পেল পশ্চিমবঙ্গ
সাথে আগামী ২রা এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের যাতে যানজটের কারণে অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে আবেদন জানানো হয়।আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই দিনহাটা শহর ইউনিটের সভাপতি অপরাজিতা রায়, ভারপ্রাপ্ত সম্পাদক সৌরভ সরকার, ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, অভিজিৎ কুন্ডু সহ অন্যান্যরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post