নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: উপপ্রধানের অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়ে ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কলকাতার ডেপুটি মেয়র অথীন ঘোষ। পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের নতুন প্রজন্মের কৃষকদের দিশা দেখাতে নিজের চার ফসলা জমিতে ড্রাগন ফলের চাষ করেছে জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। অভিনব এই উদ্যোগের কথা আগেই সাড়া ফেলেছিলো রাজ্যজুড়ে।
এবার সেই ড্রাগন বাগান পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ।বর্ধমান শহরের একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এই অভিনব বাগান পরিদর্শন করলেন বিধায়ক অতীন ঘোষ। বাগান ঘুরিয়ে দেখালেন উদ্যোগতা তথা জামালপুর-১ গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল।বাগান ঘুরে দেখার পাশাপাশি গাছ থেকে ফল পেরে খেলেন বিধায়ক। পাশাপাশি জামালপুর ব্লকের তরুন নেতা সাহাবুদ্দিন মন্ডলের এমন উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা বিধায়ক।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।