সুরশ্রী রায় চৌধুরী: বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব দেবের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাগৃহে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন’-এর বৈঠকেই অভিনেতা তথা ঘাটালের সাংসদকে ওই দায়িত্ব তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে শাহরুখ খান যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন, সে কথাও জানিয়েছেন মমতা।
বুধবার নবান্ন সভাগৃহের বৈঠকে উপস্থিত ছিলেন দেব। সেই সময় ঘাটালের সাংসদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেব কিছু বলবে?’’ দেব কিছু বলতে চাননি। এর পরই মমতা প্রস্তাব দেন, ‘‘তুমি বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবে?’’ মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে কিছুটা বিস্মিত হয়ে যান দেব। এর পর মমতা তাঁর উদ্দেশে বলেন, ‘‘আমাদের শাহরুখ আছে। একটা ভিডিয়ো করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটু কাজ করবে।’’ মুখ্যমন্ত্রী এ-ও বলেন, ‘‘শাহরুখ তো থাকলই।’’
মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি হয়েছেন দেব। পর্যটন নিয়ে দেবকে একটি ভিডিয়ো তৈরির নির্দেশও দিয়েছেন মমতা। এর আগে রাজ্যের পর্যটন নিয়ে এমনই ভিডিয়ো তৈরি করেছিলেন শাহরুখও। এবার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পেলেন দেব।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post