নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- চোখ রাঙাচ্ছে কোভিড। তাই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আগেভাগেই মন্দির বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু আসামের শিচলর কিংবা খড়গপুর থেকে ভক্তেরা আসেন কল্পতরু উৎসবের দিন মায়ের দর্শন পেতে। কিন্তু মন্দিরের গেটে তালা ঝোলায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন।
আরো পড়ুন বিচ্ছেদের দিন কয়েকের মাথায় সৌম্যর সাথে দেবলীনার নতুন প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন
যদিও মন্দিরে রীতিনীতি মেনেই মা ভবতারিণীর পুজো হচ্ছে। তবে মন্দিরের প্রবেশ পথে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তবে মন্দিরের বাইরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আগত ভক্তদের দাবি, তারা জানতেন না মন্দির বন্ধ থাকবে। সাধারণের জন্য এদিন প্রবেশ নিষেধ ছিল কাশীপুর উদ্যানবাটিতে। তবে উদ্যানবাটিতে অনলাইনের মাধ্যমে ভক্তেরা পুজো দেখতে পারেন। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই উদ্যানবাটি।
Discussion about this post