নিউজ ডেস্ক: প্রথম ডিভিশনে খেলার জন্য আইএফএ-র ছাড়পত্র পেয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour football Club)। আসন্ন মরশুম থেকেই আইএফএ লিগ-সহ প্রথম শ্রেণি সমস্ত প্রতিযোগিতায় অংশ নেবে ডায়মন্ড হারবারের সাংসদের স্বপ্নের ক্লাব।
পাশাপাশি মঙ্গলবার প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেল মদন মিত্রর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবও।অভিষেকের ক্লাব যে প্রথম ডিভিশনে খেলবে, তা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছিল। এদিন আইএফএ-র সাধারণ সভায় এ নিয়ে কোনও আপত্তিও করা হয়নি। এরপরই সচিব জয়দীপ মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, এই মরশুম থেকেই প্রথম ডিভিশনে অংশ নেবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour football Club)।
আরো পড়ুন নৈহাটির বাইকের শোরুম থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ
এছাড়াও প্রথম ডিভিশনে খেলার সবুজ সংকেত পেল আরও তিন দল। কামারহাটির বিধায়ক মদন মিত্রর বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব, অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব এবং রাজ্য সরকারের নিজস্ব ডেভেলপমেন্ট টিম বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।
Discussion about this post