নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- দিদির সুরক্ষা কবচ কর্মসূচির বুধবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পারাতল ২ অঞ্চলে ‘অঞ্চলে একদিন’ পালন করা হলো। উপস্থিত ছিলেন, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, প্রধান মাবিয়া বেগম শেখ, অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। বুধবার সকালে ইটলা কালী মন্দিরে পুজো দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় সেখানে প্রসাদ বিতরণ করে সেখান থেকে শিপতাই মহিলা এস আর ইনস্টিটিউশনে যান। সেখানে তাঁরা ছেলে মেয়েদের সাথে মত বিনিময় করেন।
সরকারি বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, বিভিন্ন স্কলারশিপ সবাই পাচ্ছে কিনা সে বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন পরে সেখান থেকে শ্রীমানপুরে গিয়ে মধ্যাহ্ন ভোজন সারেন সকলে, এবং সেখানে তাঁরা জনসংযোগ ও করেন। পরে পঞ্চায়েতে গিয়ে সারেন পঞ্চায়েত সংলাপ। সেখানে পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য ও পঞ্চায়েত কর্মীরা উপস্থিত ছিলেন। সমস্ত সরকারি প্রকল্পের সঠিক রূপায়ণ হচ্ছে কিনা তাই খতিয়ে দেখেন তাঁরা। পরবর্তী তে গোয়ালদহে এসে একটি সভার মাধ্যমে জনসংযোগ সারেন উপস্থিত সকলে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post