নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বিধানগরে দলীয় কার্যকর্তাদের মারধোর করা হচ্ছে। সন্ত্রাস ছাড়া তৃণমূল জিততে পারবে না। মন্তব্য বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। সোমবার সকালে বিধাননগর পুর নিগমের নির্বাচনে ৪১ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচারে এসে দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষ ভোট দিক, সেটা তৃণমূল চায় না।
কলকাতা কার্পোরেশনের নির্বাচনে দেখা গেছে ভোট দেবার ছবি whatsapp এ লাইভ করে দেখাতে হয়েছে ভোটদাতা কোন বোতাম টিপছেন। বিধানগরেও তার ব্যতিক্রিম হবে না। তবে বিজেপি গণতন্ত্র রক্ষার্থে লড়াই করছে। আসানসোলেও সমস্ত শক্তি দিয়ে বিজেপি লড়াই করবে।
আরো পড়ুন Coronavirus Updates: করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে খাবার, পরিষেবা চালু রাজ্যের
আরো পড়ুন সারা ফেলেছে সর্বজিতের নতুন রূপে গাওয়া রবীন্দ্র-সঙ্গীত “তোমার হলো শুরু”
Discussion about this post