তনুময় দেবনাথ: কোচবিহারের দিনহাটা পুরসভার আপন ঘরে চলছে স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি তোলার কাজ। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে রাজ্যজুড়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে চলছে স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি ওঠার কাজ।
আরো পড়ুন Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ অফার
ঠিক সেই মোতাবেক দিনহাটা পুরসভা এলাকায় আজ পুরসভার আপন ঘরে চলছে স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি ওঠার কাজ। এদিনের এই স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি তোলার কর্মসূচিতে দিনহাটা পুরসভা এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জাকারিয়া হোসেন।
Discussion about this post