সুরশ্রী রায় চৌধুরী: সম্প্রতি কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ “লোকসংস্কৃতির বহুমাত্রিকতা ও করোনা উত্তর বাস্তবতা ” বিষয়ে আলোচনাচক্রের আয়োজন করেছিল কলেজ স্ট্রিটে ত্রিপুরা হিতসাধিনী সভায়। এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের কোলহান বিশ্ববিদ্যালয়ের ড. তপন কুমার মন্ডল, জামসেদপুরের অর্কজৈন বিশ্ববিদ্যালয়ের ড. মনোজ কুমার পাঠক, ড. সৌগত চট্টোপাধ্যায়, ড. দেবাশীস বন্দোপাধ্যায়, ড. সুরঞ্জন মিদ্দে প্রমুখ বিশেষজ্ঞের এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরা।
আলোচনায় লোকসংস্কৃতির প্রাসঙ্গিক বিষয় উঠে আসে। সংস্থার সভাপতি লোকসংস্কৃতিবিদ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাকলী ধারা মণ্ডল বললেন বাংলা ভাষাসংস্কৃতি ও লোকসংস্কৃতি আজ বিশ্বায়নের বাজারে কোনঠাসা হয়ে পড়েছে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। লোকসংস্কৃতি ঐতিহ্যের চর্চা আমাদের বিচ্ছিন্নতাবাদ থেকে আমাদের দূরে রাখবে। বাংলা ভাষা আজ বৈশ্বিক ভাষা। বাংলা লোকসংস্কৃতির বহু উপাদান ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় স্বীকৃতি পেয়েছে।
এই মনোজ্ঞ অনুষ্ঠানে লোকসংস্কৃতি বিষয়ক গবেষণা পত্রিকা ঐতিহ্য দ্যা ট্র্যাডিশন এর সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে ইতিহাসের অধ্যাপক ড. জিতেশ চন্দ্র রায়ের ‘রাজবংশী ইতিহাস ও লোকসংস্কৃতি ‘ গ্রন্থটি প্রকাশিত হয়। তিনটি অধিবেশনে লোকসংস্কৃতি বিষয়ক গবেষণামূলক বেশকিছু প্রবন্ধ পঠিত ও আলোচিত হয়েছে। সম্পাদক ড. দেবাশিস বন্দ্যোপাধ্যায় সংস্থা আয়োজিত উপস্থিত সকলকে আহ্বান করেন ক্ষেত্র গবেষণা সহ গ্রাম সমীক্ষার কাজে সকলকে অংশগ্রহণের জন্য।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post