কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: দিন কয়েক আগে নিম্নচাপের বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগে কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। শস্য বীমার আওতায় ছিল না এমন ব্যক্তিরা সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পাবেন না। কিন্তু পরবর্তী বোরো চাষের সময় যদি কোন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি হয় তখন যাতে মানুষ বীমার আওতায় আসতে পারে তার জন্য মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের সেহারা পঞ্চায়েতে শুরু হল ফরম ফিলাপ।
আরো পড়ুন টিটাগড়ে তৃণমূলের গোষ্ঠী কাজিয়ায় আক্রান্ত তিন কলেজ পড়ুয়া
ইতিপূর্বে মাইকিং করে শস্য বীমার বিষয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল পঞ্চায়েত এর পক্ষ থেকে। তাতে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে তার প্রমাণ পঞ্চায়েত এর মধ্যে শস্য বীমার ফরম ফিলাপ করতে আসা মানুষদের ভিড়। শস্য বীমার ফরম ফিলাপের জন্য রায়না-১ ব্লকের প্রতিটি অঞ্চলে একদিন করে দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার যারা ফর্ম ফিলাপ করতে পারবে না, তাদের ফরম পাঠিয়ে দেওয়া হবে। বুধবার ফর্ম জমা দেওয়ার শেষ দিন।ফর্ম জমা দিতে ভোটার কার্ড আধার কার্ড জমির পর্চা ও দলিল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বাধ্যতামূলক। এমনটাই জানালেন সেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনত দে।
আরো পড়ুন পুলিশের জালে অবৈধ গম ভর্তি ট্রাক
আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
Discussion about this post