বিশ্বজিৎ নাথ, ব্যারাকপুর :- রাজ্য জুড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার গ্রাফ। তবুও সাধারণ মানুষের কোনও হেলদোল নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। তবুও মাস্ক ছাড়াই দেদার রাস্তাঘাটে, বাজারে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষজন।
আরো পড়ুন কাঁকিনাড়ার ২ নম্বর গলি থেকে ধৃত তিন বাইক চোর
বৃহস্পতিবার বেলায় ভাটপাড়া থানা ও ভাটপাড়া পুরসভার যৌথ প্রয়াসে করোনা সচেতনতায় মাস্ক বিলি করা হয়। আর দুর্ঘটনা এড়াতে হেলমেটহীন বাইক আরোহীদের বাইক উপহার দেওয়া হয়। থানা-পুলিশের এহেন মানবিক উদ্যোগে খুশি পুর অঞ্চলের মানুষজন। পুর প্রশাসক গোপাল রাউত বলেন, হেলমেট ছাড়া বাইক চালালে পুলিশের কাছ থেকে ছাড় পেলেও যমরাজের কাছ থেকে ছাড় মিলবে না। পরিবারের কথা চিন্তা করে সকলকেই বাইক চালানো উচিত।
আরো পড়ুন সোদপুরে পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের মৃতদেহ
তাছাড়া করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া থানার আই সি অনুপম মন্ডল, ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত, পুরসভার কো-অর্ডিনেটর মুকসুদ আলম, অমিত সাউ, নূরে জামাল এবং সঞ্চালক গৌতম পাল।
Discussion about this post