দীপ দেব: শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণী স্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে সোনাই রোড ,শরৎপল্লী, কনকপুর রোডে সদ্য দ্বিতীয় বারের বণ্যায় কবলে পড়া শরনার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করেন শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ সুজিত মিত্র, বিপ্লব কুমার দে, প্রিয়তোষ মিত্র (কাবুল), অমল বণিক, রাকেশ মিত্র, কাজল দত্ত, কাজল দাস, নিউটন মিত্র, তুহিন দে সহ আরো অন্যান্যরা।
আরো পড়ুন Rathayatra 2022 | Mahesh Rath: ২০ হাজার টাকায় বানানো হয়েছিল ৫০ ফুটের লোহার রথ! মাহেশের রথযাত্রা আজও উজ্জ্বল
Discussion about this post