তনুময় দেবনাথ: আজ নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের 13 Bengal BN NCC র ট্রুপ নাম্বার ৬৩৪ এর পক্ষ থেকে করোনা বিষয়ে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ের সম্মুখে এবং নিগমনগর বাজারে উপস্থিত সকলকে অবগত থাকতে বলেন।
মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপকারিতা জানিয়ে তাদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেন নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের NCC র ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনির্বাণ নাগ, NCC বিষয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মানষ রায় সহ বিদ্যালয়ের এনসিসির সকল সিনিয়ার।
আরো পড়ুন দক্ষিণ কলকাতার পুজোয় লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ী
Discussion about this post