দীপ দেব: আজ উধারবন্দ বিধানসভার অন্তর্গত হরিনগর জিপিতে আসাম সরকারের ডাব্লিউ.পি টি .এন্ড .বি. সি অধীনে থাকা কাছাড় জেলার আই.টি.ডি.পি উদ্যোগে ৩০টি ফ্যাশন ডিজাইন পাল্বেলেজার শিলাই মেশিন এবং ৪২ টি অত্যাধুনিক গ্রাইন্ডার মেশিন আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয় ৭২ জন এস.টি হিতাধীকারী মহিলাদের মধ্যে বিতরণ করা হয়।
আরো পড়ুন ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে কারখানার বয়লার বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত ছয়টি বাড়ি
উক্ত মেশিন বিতরনী অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার যৌথভাবে নিম্ন শ্রেণীর মানুষদের কর্ম সংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন এবং আগামীতে এইভাবে করে যাবে বলে মন্তব্য করেন। কাছাড় জেলার আই.টি.ডি.পি -এর চেয়ারম্যান তথা আসাম রাজ্যিক ওবিসি মোর্চার সহ-সভাপতি শান্তনু বর্মণ বলেন, বর্তমান সরকার রাজ্যের সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা আমাদের কাছে গর্বের বিষয়।
আরো পড়ুন INIFD সল্টলেকের ইন্টিরিয়ার ডিজাইন প্রদর্শনী INFUSIO 2022
সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্যা বিজিয়েতা মাহাতো, হরিণগর জিপি সভানেত্রী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা শিল্পী দত্ত,কানু দেব,মৃণাল দত্ত,তীর্থরাজ বর্মণ,সোহম ঠাকুর,রবি রাণা, উজ্জ্বল বর্মণ সহ অন্যান্যরা মহাশয়েরা উপস্থিত ছিলেন।
Discussion about this post