পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হল৷ শনিবার হাইলাকান্দি, কাঠাখাল সহ পার্শ্ববর্তী এলাকার ২০০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজ৷ বৃহস্পতিবার করিমগঞ্জের দুল্লভছড়া সোনাপুর এলাকায় ১১৪ জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের পর শনিবার ছিল ২য় কার্যসূচি৷
শীতবস্ত্র বন্টন কার্যসূচিতে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী প্রভাসানন্দজি মহারাজ বলেন, গরিব ও দুস্থ পরিবার আসন্ন শীতের মরশুমে যাতে কষ্টে না থাকে, সে জন্য এমন কর্মসূচি প্রতি বছরই আয়োজিত হয়৷ ঠাকুর রামকৃষ্ণ-র সেবা ভাবনায় ভাবিত হয়ে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি৷ পর্যায়ক্রমে ২ জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে শীতবস্ত্র আয়োজন করা হবে বলে জানান করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী প্রভাসানন্দজি মহারাজ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post