পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : আগামী ৩০ নভেম্বর থেকে করিমগঞ্জের টাউন কালীবাড়ি রোডে শুরু হচ্ছে ২১তম বইমেলা৷ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷ উদ্যোক্তা করিমগঞ্জ বই মেলা কমিটি৷ রবিবার সকালে মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে এখবর জানান বই মেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী৷
তিনি জানান, ৩০ নভেম্বর বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন জেলাশাসক মৃদুল কুমার যাদব৷ আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের সাহিত্য অ্যাকাডমি পুরষ্কার প্রাপক শাকুর মজিদ৷ থাকবেন কাছাড় ক্যানসার হাসপাতালের কর্ণধার পদ্মশ্রী ডা. রবি কান্নান৷ বিশেষ অতিথি থাকবেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কৃষ্ণেন্দু পাল, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যরা উপস্থিত থাকবেন৷
এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ গুয়াহাটি ও বরাক উপত্যকার খ্যাতনামা প্রকাশকরা যোগদান করবেন৷ মোট ১৪-১৫টি স্টল বসবে মেলা প্রাঙ্গণে৷ মেলা প্রাঙ্গণে প্রবেশের নূন্যতম প্রবেশ মূল্য রাখা হলেও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানান গৌতম চক্রবর্তী৷ বইমেলা কমিটির তরফে এদিন কবি-লেখক নারায়ণ মোদক বলেন, প্রতিদিন বিকেলে আলোচনা সভা, কবিতা পাঠ সহ সাহিত্য আসর বসবে৷ বইমেলার প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা-সংগঠনের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন বলে জানান বিষ্ণুপদ নাগ৷ বেশিরভাগ থাকবে গ্রুপ ভিত্তিক৷ থাকবে স্থানীয় শিল্পীদের একক নৃত্য-গীতের অনুষ্ঠানও, জানান বিষ্ণুপদ বাবু৷
এদিন সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির তরফে উপস্থিত ছিলেন গীতা সাহা, গৌতম চৌধুরী, সুদীপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post