কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি : আর মাত্র কয়েক ঘন্টা তার পরেই শুরু মহারন। ভারত এবং অষ্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে। অন্যান্যদের মত ভারতের জয় কামনা করছেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি সাংবাদিকদের জানালেন একজন ভারতীয় হিসাবে আমার প্রার্থনা যেন এবারের বিশ্বকাপ রোহিত শর্মার হাতেই ওঠে। কারন এই বিশ্বকাপে ভারত সত্যি সত্যি অসাধারন ক্রিকেট খেলছে।
আর আমি মনে করছি যোগ্য দল হিসাবেই ভারত এবারের বিশ্বকাপে জয়ী হোক। পাপিয়া ঘোষ আরো জানান এবারের বিশ্বকাপে ভারত অসাধারন ক্রিকেট খেলছে। রোহিত, শামী এবং বিরাট ছাড়াও অসাধারন ক্রিকেট উপহার দিচ্ছে অন্যান্যরা। আজকের ফাইনালে প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া কাজেই ফাইনাল খেলা হবে একেবারেই হাড্ডাহাড্ডি।
তিনি খেলা দেখবেন কিনা জানতে চাইলে জেলা সভাপতি জানান আমি চেষ্টা করব খেলা দেখবার, কারন আমার দেশ বিশ্বকাপ ফাইনাল খেলছে, তবে কাজ থাকলে তো আর সম্ভব হয় না খেলা দেখার, তবে খবর জানবার আগ্রহ তো থাকবেই। জেলা সভাপতি আরো জানান পরিবারের সাথে খেলা দেখবার মজাই একেবারে আলাদা, আমি ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে। তবে শেষটা তখনই ভালো হবে যখন ভারত জীতবে বিশ্বকাপ আপাতত আমার ইশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post