তনুময় দেবনাথ: আজ দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় শতাধিক দুস্থ খুদে শিশুদের হাতে ছাতা তুলে দেন দিনহাটার ডাক্তার অজয় মণ্ডল। বর্ষায় শিশুদের অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ মাতালহাটে ডাঃ অজয় মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিল তার টিমের সদস্যরা। ডঃ অজয় মণ্ডল বলেন, ‘বর্ষায় বৃষ্টিতে শিশুদের বিদ্যালয়ে যেতে অসুবিধা হয় তাদের কথা ভেবেই এই উদ্যোগ।
আমার টিমের সদস্যদের ছাড়া কোন কর্মসূচি সফল হওয়া সম্ভব নয়। আমাদের টিমের মেম্বাররাই আমাদের সম্পদ।’ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাতালহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন, মাতালহাট এর বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক রাজু মিশ্র, মাতালহাট জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক শিবনাথ বর্মন প্রমূখ। বর্ষার সময় নতুন ছাতা পেয়ে শিশুরা ভীষণ খুশি বলে জানালেন ওদের অভিভাবকরা।
Discussion about this post