তনুময় দেবনাথ: প্রত্যেক ব্যক্তি তার বিবাহের দিনটি স্মরণ করতে প্রতিবছর নিজেদের সাধ্যমত আয়োজন করে থাকেন। তবে বিবাহ বার্ষিকীর সেই আয়োজন সীমাবদ্ধ থাকে নিকট আত্মীয় স্বজনদের মধ্যে। তবে বিবাহ বার্ষিকীতে গরীব সাধারন মানুষকে সাহায্যের কথা ভাবেন খুব অল্প সংখ্যক মানুষ। কিন্তু দিনহাটার বাসিন্দা পেশায় ডাক্তার অজয় মণ্ডল তার অষ্টম বছর বিবাহের দিনটি সামাজিক কাজে নিয়োজিত করলেন।
আরো পড়ুন জগদ্দলের শ্যামনগর নতুনগ্রামে গৃহবধূকে হুমকি দিয়ে লাগাতার চিঠি, আতঙ্কে পরিবার
তিনি বরাবরই বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকেন। এবছর চিকিৎসক ও তার স্ত্রী তাদের বিবাহ বার্ষিকীতে পবিত্র রমজান মাসে ঈদ উপলক্ষে বেশ কিছু গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেন বৃহস্পতিবার দিনহাটার বড়নাচিনা এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অসহায় মানুষগুলো। বস্ত্রদানের পাশাপাশি এদিন চিকিৎসক অজয় মণ্ডল তার স্ত্রী মধুমিতা মন্ডল ও তার টিমের পক্ষ থেকে তিন শতাধিক অসহায় ও ভবঘুরে মানুষের খাবারের ব্যবস্থা করেন। চিকিৎসক জানান, আগামী দিনে সাধ্যমত সামাজিক কাজে এগিয়ে এসে সুখে দুঃখে মানুষের পাশে থাকাই তার লক্ষ্য।
আরো পড়ুন Deb Barua: সমকামিতা কোনো অপরাধ নয়, নিজের সত্ত্বাকে বাঁচিয়ে রাখার লড়াই- দেব বড়ুয়া
Discussion about this post