রাজকুমার দাস: পরিবারের কর্ণধার শান্তনু দে’র তত্ত্বাবধানে রবিবার আশুতোষ মুখার্জী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো ‘সাহিত্যের স্বপ্ন তরী’ এবং ‘স্বপ্নের পরিবারে’র চতুর্থ অনুষ্ঠান এবং দ্বিতীয় কাব্য সংকলন ।সুমন দে এবং মিষ্ঠু দেব(ডলি)র সম্পাদনায়, মণিকা কর্মকারের সভাপতিত্বে এবং রঙ্গনা পালের সঞ্চালনায় এক বর্নাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকলো কবি সাহিত্যিকগণ। প্রকাশিত হলো সংকলন গ্রন্থ ‘বুনো ফুলের কলি’।
আরো পড়ুন Consumer Forum: রাজ্যে ক্রেতা সুরক্ষা দফতরের মেলার খরচ শুনলে চোখ কপালে উঠবে
অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলংকৃত করেন আধুনিক কালের বলিষ্ঠ কবি শ্রী সদ্যজাত, বিশেষ প্রধান অতিথি ছিলেন বর্তমান কাব্য জগতের অতি পরিচিত ও প্রিয় মুখ প্রতিভাধর কবি এবং সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনান শ্রী স্বপন নাগ ও সাধনা অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক কবিকে বরণ করে নেওয়া হয়। উন্মোচিত হয় বইয়ের মোড়ক। সারাবছর ধরে চলা প্রতিযোগিতার সেরার সেরা কবিদের সম্মাননা প্রদান করা হয়, অভিভাবক অভিভাবিকা এবং অতিথি কবিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
আরো পড়ুন সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল দিনহাটায়
এছাড়া বৃদ্ধাশ্রম থেকে আশা বিশেষ অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সাম্মানিক ও আর্থিক অনুদান। কিশোর কিশোরীদের অঙ্কন প্রতিযোগিতার সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসা পত্র। কাব্যমিলনের এই আবহে, সমগ্র অনুষ্ঠানটি বসন্তের পড়ন্ত বেলায় এক আলাদা মাত্রা এনে দিল পরিবেশে ও কাব্যমননে।
Discussion about this post