আমজাদ আলী, মালদা: তৃণমূলের সাথে বাম কংগ্রেসের সংঘর্ষের ঘটনায় দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাতে এলাকায় পৌঁছলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। বামফ্রন্টের কর্মী-সমর্থকদের সাথে সাক্ষাতের পাশাপাশি কংগ্রেসের নেতাকর্মীদের সাথেও সাক্ষাৎ করলেন বামফ্রন্টের নেতৃত্ব। মালদার রতুয়া দুই ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাতপুর এলাকায় আকাহাই দিনকয়েক আগে তৃণমূলের সাথে বাম কংগ্রেসের সংঘর্ষের ঘটনা সামনে আসে। এই ঘটনায় বেশ কয়েকজন দুইপক্ষের আহত হয়।
দুই পক্ষের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। আরে গোটা ঘটনায় মঙ্গলবার ওই এলাকার বাম কংগ্রেস নেতাকর্মীদের সাথে সাক্ষাতে পৌছলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সঙ্গে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র সহ বামফ্রন্টের নেতৃত্ব। আহত দলীয় কর্মী সমর্থকের পরিবারের সাথে দেখা করেন। আহত কর্মী সমর্থকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরুপ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি।
তিনি জানান, এই শাসকের আমলে চোর গুন্ডারায় রাজত্ব চালাচ্ছে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দুর্নীতিগ্রস্তরা সামনের সারিতে স্থান পেয়েছে। কেন পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। পুলিশ প্রশাসন চাইছে তৃণমূল নেতারা বিরোধীদের আক্রমণ করুক। সময় আসছে এই সমস্তটার জবাব শাসক কে দিতে হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post