কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে। মূলত সামনেই আসন্ন তাই দিকে দিকে জনসংযোগে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। কর্মীদের সঙ্গেও কথা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি তা বলেন, যদি বিরোধীরা একটা আসনও দখল করতে পারে তাহলে আপনাদের পাঁচ বছর নয় দীর্ঘদিন ধরে আপনাদের অসম্মানিত হতে হবে, অত্যাচারিত হতে হবে তাই একত্রিতভাবে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। যাতে বিরোধীরা একটা আসল দখল করতে না পারে। বিরোধীরা আসন দখল করলেই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার শুরু করে দেবে। তাই প্রার্থী কে হয়েছে সেটা না দেখে তৃণমূল কংগ্রেসকে জেতানোর চেষ্টা করুন।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বলেন, আপনাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলি যেন মানুষ সঠিকভাবে পায়। তার জন্যই দুয়ারে সরকার করা হয়েছে। আমরা যখন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এমন কোন বাড়ি নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প গুলি তারা পাচ্ছে না। আজ এই কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক , বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি তা, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post