নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নারী শিক্ষার প্রসারে এবং স্কুলছুট ও বাল্যবিবাহ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে প্রতিবছর ১৩-১৮ বছর বয়সের মেয়েরা রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। ডিজিটাল দুনিয়ার যুগে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।
তাই কন্যাশ্রীদের নিয়ে শিক্ষামূলক পরিদর্শন কাঁকিনাড়ার রথতলা ফিঙ্গাপাড়া গার্লস হাই স্কুলের। শুক্রবার কন্যাশ্রী প্রাপকদের নিয়ে ভাটপাড়া থানার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পানপুর শাখায় গিয়েছিলেন শিক্ষিকারা। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সুরক্ষা ও অনলাইন ব্যাঙ্কের নিরাপত্তার বিষয়েও কন্যাশ্রীদের পাঠ শেখালেন ব্যাঙ্ক অধিকারিকরা। ব্যাঙ্কের বিভিন্ন ধরনের পরিষেবা-সহ শিক্ষাসংক্রান্ত লোনের বিষয়ে ছাত্রীদের সম্যক ধারণা দেওয়া হয়।
কন্যাশ্রীদের সঙ্গে এদিন ব্যাঙ্কে হাজির ছিলেন উক্ত স্কুলের কন্যাশ্রীর নোডাল শিক্ষিকা শ্রীলা ভট্টাচার্য ও শিক্ষিকা শ্রীমতী সুজাতা নিয়োগী। হাতেকলমে ব্যাঙ্কিং পরিষেবার তালিম পেয়ে খুশি কন্যাশ্রীরা। কন্যাশ্রীর নোডাল শিক্ষিকা শ্রীলা ভট্টাচার্য বলেন, কন্যাশ্রীদের শিক্ষামূলক পরিদর্শন অত্যন্ত জরুরি। কারন, দিনকে দিন অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় প্রতারণার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post